ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের ভোটার হওয়ার বিষেয়ে যা জানালেন ইসি

২০২৫ ডিসেম্বর ২৬ ১৬:৫১:৪৫
তারেক রহমানের ভোটার হওয়ার বিষেয়ে যা জানালেন ইসি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এবার ভোটার তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তাঁর ভোটার হওয়ার ক্ষেত্রে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। শুক্রবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি মাছউদ জানান, নির্বাচন কমিশনের নিকট যেকোনো যোগ্য ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার রয়েছে এবং ইসি চাইলে যেকোনো সময় এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তবে তারেক রহমান ভোটার হওয়ার আবেদন করতে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) সশরীরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হবেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই কমিশনার।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তারেক রহমান দেশে ফেরার পর শনিবার ভোটার হওয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করবেন। এর ঠিক পরেই গতকাল বৃহস্পতিবার বিকেলে তারেক রহমান লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন, যা সারা দেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়াটি আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হতে পারে। বর্তমানে নির্বাচন কমিশন তাঁর আবেদনের অপেক্ষায় রয়েছে এবং প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তাঁকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে