ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার দিল্লিতে ভিসা স্থগিত করল বাংলাদেশ হাইকমিশন

২০২৫ ডিসেম্বর ২২ ১৯:৫২:৫৪
এবার দিল্লিতে ভিসা স্থগিত করল বাংলাদেশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে সব ধরনের কনস্যুলার সেবা এবং ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই তথ্য সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে জানানো হয়।

হাইকমিশনের নোটিশে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দেশীয় নাগরিক ও আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০ ও ২১ ডিসেম্বর দিল্লিতে হাইকমিশনের সামনে উগ্রপন্থী একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করে। তারা বাংলাদেশিদের ভারত ত্যাগের নির্দেশ দেয় এবং হাইকমিশনারকে হুমকি প্রদান করে।

এ ঘটনায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২১ ডিসেম্বর) জানায়, হাইকমিশনের কূটনৈতিক এলাকা অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত। সেখানে অপ্রকাশিত বা উগ্র গোষ্ঠী প্রবেশ করা সম্ভব নয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, এই ধরনের ঘটনা প্রত্যাশিত নয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হাইকমিশনের পরিবার এই ঘটনার পর থেকে ঝুঁকি ও হুমকি অনুভব করছে। সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে