ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কেএন্ডকিউ’র পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব নাকচ

২০২৫ ডিসেম্বর ২২ ১৭:৪৮:৪৩
কেএন্ডকিউ’র পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব নাকচ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ’র পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পর্যাপ্ত সংরক্ষিত মুনাফা না থাকায় কোম্পানির ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে কমিশন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়কে এন্ড কিউ বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে কোম্পানিটি জানিয়েছে, বিষয়টি পুনর্বিবেচনার জন্য তারা বিএসইসির কাছে আবেদন করবে।

কোম্পানির পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নেয়। মূলত পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে কে এন্ড কিউ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডের পাশাপাশি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডও ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা, আগের বছর ইপিএস ছিল ৬৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৯৯ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০১ টাকা ৭২ পয়সা।

এদিকে, বিএসইসির এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারদরে। সোমবার লেনদেনে কে অ্যান্ড কিউ বাংলাদেশের শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা কমে দাঁড়িয়েছে ৩৭২ টাকা ১০ পয়সায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৮২ টাকা ১০ পয়সা এবং সর্বোচ্চ ৪৯৮ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে