ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৯০ দিনের মধ্যে হাদি হ-ত্যা-র বিচার হবে: আসিফ নজরুল

২০২৫ ডিসেম্বর ২২ ১৬:৪৮:২৮
৯০ দিনের মধ্যে হাদি হ-ত্যা-র বিচার হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় না গিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই মামলার বিচার শেষ হবে।

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আইন উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়া পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায়।

আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী চার্জশিট দাখিলের পর নির্ধারিত সময়ের মধ্যেই মামলার নিষ্পত্তি করা হবে।

এর আগে হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে