ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের প্রত্যাবর্তন, ১০ রুটে ২০ স্পেশাল ট্রেন দিচ্ছে রেলওয়ে

২০২৫ ডিসেম্বর ২২ ১৯:৩৭:৪৫
তারেক রহমানের প্রত্যাবর্তন, ১০ রুটে ২০ স্পেশাল ট্রেন দিচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জন্য বিশেষ বন্দোবস্ত করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এছাড়া নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে যাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করা হবে।

তবে এই কারণে তিনটি স্বল্পদূরত্বের কমিউটার ট্রেন ওইদিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী সোমবার (২২ ডিসেম্বর) এই তথ্য বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত থাকা ট্রেনগুলো হলো—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)। এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন করা নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বিশেষ ট্রেন চলাচলের রুটগুলো হলো—কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর, পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।

রেলওয়ে সূত্রে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী নিয়মিত চলাচলকারী ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এই বন্দোবস্ত থেকে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে। তবে তিনটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকায় যাত্রীদের জন্য অসুবিধার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়েছে।

একইসঙ্গে, স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতের সময় নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে দলীয় কর্মীদের যাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে