ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লিওনেল মেসির ভারত সফর: নিলেন বড় অঙ্কের পারিশ্রমিক

২০২৫ ডিসেম্বর ২১ ১৮:৩২:৩৫
লিওনেল মেসির ভারত সফর: নিলেন বড় অঙ্কের পারিশ্রমিক

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি ভারত সফর শেষ করেছেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ‘গোট ইন্ডিয়া ট্যুর’ (GOAT India Tour) নামে আলোচিত এই সফর শুরুতে ভক্তদের উচ্ছ্বাস আর উৎসবের আবহ তৈরি করলেও, সফর শেষ হতেই তা রূপ নেয় বিতর্ক, তদন্ত ও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। আয়োজক শতদ্রু দত্তের গ্রেপ্তার এবং তদন্ত সংস্থার কাছে তাঁর দেওয়া স্বীকারোক্তির পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

১০০ কোটি রুপির আয়োজন, বড় অঙ্কের পারিশ্রমিক মেসির

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লিওনেল মেসির এই সংক্ষিপ্ত ভারত সফরের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি রুপি। এর মধ্যে একাই ৮৯ কোটি রুপি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি টাকারও বেশি। পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে পরিশোধ করা হয়েছে আরও ১১ কোটি রুপি।

তদন্তকারীদের কাছে দেওয়া জবানবন্দিতে আয়োজক শতদ্রু দত্ত জানান, সফরের মোট ব্যয়ের প্রায় ৬০ শতাংশ এসেছে বিভিন্ন স্পনসরশিপ চুক্তি ও টিকিট বিক্রির মাধ্যমে। তবে তাঁর হিমায়িত ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া ২০ কোটি রুপির উৎস নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এই অর্থ কোথা থেকে এসেছে এবং কীভাবে লেনদেন হয়েছে, তা যাচাইয়ে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গভীর অনুসন্ধানে নেমেছে। গত শুক্রবার তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্রও জব্দ করা হয়েছে।

ভক্তদের ভিড়ে কেন অস্বস্তিতে ছিলেন মেসি

সফর চলাকালীন একাধিক অনুষ্ঠানে লিওনেল মেসির অস্বস্তি চোখে পড়ে। শতদ্রু দত্তের ভাষ্যমতে, বিদেশি নিরাপত্তা বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন যে মেসি কারও জড়িয়ে ধরা কিংবা অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ একেবারেই পছন্দ করেন না।

তবে বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন। ভারতের চারটি শহরে সফরের সময় বারবার মাইকিং করেও ভক্তদের নিয়ন্ত্রণ করা যায়নি। অনেকেই মেসির কাছে গিয়ে আলিঙ্গন বা স্পর্শ করার চেষ্টা করেন। এতে স্পষ্টভাবে বিরক্ত হয়ে পড়েন ফুটবল জাদুকর। একপর্যায়ে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কয়েকটি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।

ক্রীড়ামন্ত্রীর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

এই সফরের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায়গুলোর একটি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি মেসির খুব কাছে গিয়ে কোমরে হাত রেখে ছবি তুলছেন। এই ঘটনার পর অভিযোগ ওঠে, তাঁর প্রভাবেই স্টেডিয়ামের নিরাপত্তা বলয় দুর্বল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন ভিড় মাঠে প্রবেশ করে।

আয়োজকদের দাবি, যেখানে মাত্র ১৫০টি গ্রাউন্ড পাসের অনুমতি ছিল, সেখানে এক ‘প্রভাবশালী’ ব্যক্তির উপস্থিতির পর ভিড় বেড়ে দাঁড়ায় প্রায় তিনগুণ। এতে পুরো নিরাপত্তা পরিকল্পনা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা ভেঙে পড়ে। ক্রমবর্ধমান সমালোচনা ও রাজনৈতিক চাপের মুখে নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাস ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

তদন্তের কেন্দ্রে যে প্রশ্নগুলো

বর্তমানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) খতিয়ে দেখছে কার নির্দেশে অতিরিক্ত ভিড় স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় গাফিলতি ছিল এবং প্রায় ১০০ কোটি রুপির এই বিশাল অর্থ লেনদেন আদৌ স্বচ্ছ ছিল কি না।

যে সফর ঘিরে ভারতজুড়ে ছিল উৎসব ও আবেগের জোয়ার, সেটিই এখন পরিণত হয়েছে বড় ধরনের রাজনৈতিক ও আর্থিক কেলেঙ্কারির অনুসন্ধানে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’ এখন আর শুধু স্মরণীয় সফর নয়, বরং তদন্তের কেন্দ্রে থাকা এক আলোচিত অধ্যায়।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে