ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পে-স্কেল নিয়ে কঠোর হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

২০২৫ ডিসেম্বর ২১ ১৫:১৮:৩৭
পে-স্কেল নিয়ে কঠোর হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান পরিস্থিতি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে পূর্বনির্ধারিত আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছে সরকারি কর্মচারীরা। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) পরিবর্তিত সময়ে নতুন কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হবে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা থাকলেও পরিস্থিতির কারণে তা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে রূপ নেয়। সেখানে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বক্তারা বলেন, ওসমান হাদি সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন; তাঁর সেই আদর্শকে ধারণ করেই সরকারি কর্মচারীরা তাদের বেতন ও কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার সংগ্রাম অব্যাহত রাখবেন।

ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনরায় তুলে ধরে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। তারা দাবি করেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশ সংবলিত গেজেট প্রকাশ করতে হবে। ১ জানুয়ারির মধ্যে পে-স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ না দেখা গেলে তারা সারাদেশে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।

বর্তমানে পে-স্কেল সংক্রান্ত কোর কমিটির বৈঠক চললেও তাতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ কমছে না। ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর পরবর্তী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট না আসলে প্রশাসন অচল করার মতো বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন কর্মচারী নেতারা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে