ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ৪,৫০০ কোটি টাকা আত্মসাতের মামলা

২০২৫ ডিসেম্বর ১০ ১৬:৫৪:৪১
৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ৪,৫০০ কোটি টাকা আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনিয়ম ও অর্থপাচারের অভিযোগে দেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে কেন্দ্র করে নতুন করে মামলা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি ৬০টি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাসহ মোট ১২৪ জনের বিরুদ্ধে পৃথক ৬০টি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, সরকারি নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় ও ৪ হাজার ৫০০ কোটি টাকার অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বলেন, “৬০টি রিক্রুটিং এজেন্সির ১২৪ মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ২ লাখ ৬৭ হাজার ২৭৬ জন প্রার্থী থেকে ৪ হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে, তারা বিভিন্ন পদে দায়িত্বে থেকে সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী একজন কর্মী মালয়েশিয়া যাওয়ার জন্য ৭৮ হাজার ৯৯০ টাকা খরচ করবে। কিন্তু অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব ও অভ্যন্তরীণ ক্ষমতার অপব্যবহার করে এই খরচকে বহুগুণ বৃদ্ধি করেছেন। শ্রমিক বাছাই, অর্থ প্রক্রিয়া এবং চুক্তিভিত্তিক শর্তগুলোও এ সময় উপেক্ষা করা হয়েছে। মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪২০ ও ৪০৯ ধারায় অভিযোগ করা হয়েছে।

এর আগে ৪০টি ওভারসিজ কোম্পানির মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে ৩ হাজার ৪৩৮ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে এই মামলাগুলো তদন্তাধীন রয়েছে। সব মিলিয়ে ১০০টি পৃথক মামলায় ২৩২ জন আসামি এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৭ হাজার ৯৮৪ কোটি ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

দুদক এই ধরনের অনিয়ম ও অর্থপাচারের ঘটনা ধরিয়ে দিয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সুষ্ঠু করার জন্য জোরালো ব্যবস্থা গ্রহণের সংকল্প নিয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে