ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৫ ডিসেম্বর ০৭ ২০:২০:২৮
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবীদক: আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য এই সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

রোববার (৭ ডিসেম্বর) পাঠানো এক বার্তায় সংস্থাটি জানায়, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে হাসনাবাদ জোনাল অফিসের অধীন বেশ কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঘোষণা অনুযায়ী, উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও এবং বসুন্ধরা এলাকাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় পুনরায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে