ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সিএসই শরিয়াহ সূচকে বড় পরিবর্তন, বাদ ১০ কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৫৬:২৭
সিএসই শরিয়াহ সূচকে বড় পরিবর্তন, বাদ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সামগ্রিক আর্থিক কার্যক্রম, ব্যবসার ধরন ও শরিয়াহ সম্মততার মানদণ্ড বিশ্লেষণ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের শরিয়াহ সূচকে বড় ধরনের পরিবর্তন এনেছে। নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে এবার সূচকে যুক্ত হয়েছে একটি নতুন কোম্পানি, আর বাদ পড়েছে আগের ১০টি প্রতিষ্ঠান।

রোববার সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩৮৪টি কোম্পানির মধ্যে মূল্যায়নের পর শরিয়াহ সূচকে বর্তমানে অন্তর্ভুক্ত হবে মোট ১১২টি প্রতিষ্ঠান। নতুন সূচক তালিকা আগামী বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সবশেষ সমন্বয়ে শরিয়াহ সূচকে নতুনভাবে যুক্ত হয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির আর্থিক স্থিতি ও ব্যবসার ধরন শরিয়াহ নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিবেচিত হওয়ায় এটি সূচকে অন্তর্ভুক্ত হয়েছে।

অন্যদিকে, নিয়মিত মূল্যায়নে শরিয়াহ মানদণ্ড পূরণ করতে না পারায় সূচক থেকে বাদ পড়েছে মোট ১০টি প্রতিষ্ঠান। এগুলো হলো—এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, শরিয়াহ সূচক পুনর্বিন্যাসের উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং ইসলামী শরিয়াহভিত্তিক বিনিয়োগ কাঠামো বজায় রাখা। তাই কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম, ঋণ-অনুপাত, সুদভিত্তিক আয়-ব্যয়সহ বিভিন্ন সূচক নিয়মিতভাবে পর্যালোচনা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী সূচক সমন্বয় করা হয়।

বিশ্লেষকদের মতে, সূচকে থাকা বা বাদ পড়া—দুই ক্ষেত্রেই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারদাম ও লেনদেনে প্রভাব দেখা যেতে পারে। ফলে নতুন তালিকা কার্যকর হওয়ার পর বাজারে হয়তো কিছুটা সাড়া-প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে