ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

২০২৫ ডিসেম্বর ০৬ ১৬:৫৪:১৩
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা, তা এখনো চূড়ান্ত হয়নি। তার শারীরিক অবস্থা এবং নিরাপদ স্থানান্তরের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। শারীরিকভাবে নিরাপদ নয় বলে মনে হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসায় কোনো কমতি হবে না এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে তার বিদেশে নেওয়া হবে কেবলমাত্র চিকিৎসকেরা নিশ্চিত করলে।

ডা. জাহিদ আরও জানান, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও কিছুটা বিলম্ব হয়েছে। বিলম্বের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কাতারের আমিরের উদ্যোগে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং মেডিকেল বোর্ডের জরুরি সিদ্ধান্ত যে ওই সময়ে তাকে ফ্লাই করানো নিরাপদ নয়।

চিকিৎসায় সর্বোচ্চ মান বজায় রাখতে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়োজিত রয়েছেন। লন্ডন এবং যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ডাক্তাররা যুক্ত আছেন যাতে চিকিৎসার প্রতিটি ধাপ সুরক্ষিত ও সমন্বিত হয়।

ডা. জাহিদ অনুরোধ করেন, “দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যই প্রচার করুন।” তিনি আরও জানান, কাতার সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে ১২-১৪ ঘণ্টার দীর্ঘ এয়ারফ্লাইটের সময় অসুস্থ ব্যক্তির জন্য উচ্চতার প্রভাব সবসময় সহ্য করা সম্ভব নয়।

এসময় ডা. জাহিদ আশা প্রকাশ করে বলেন, “আল্লাহর রহমত ও সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হবেন।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে