ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগারে যুবদল নেতার মৃ-ত্যু

২০২৫ ডিসেম্বর ০৬ ১৬:৩৮:৫৯
কারাগারে যুবদল নেতার মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে এক সময়ের পৌর যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল (৩৭) মারা গেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়া উজ্জ্বলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, আটকের পর যৌথবাহিনীর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই, কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, তার ভাইকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাড়ি থেকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে কোনো অস্ত্র বা মাদক কিছু পাওয়া যায়নি। পরে পুলিশ দাবি করে, তার কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা কর্মকর্তা আবিদ আহমেদ বলেন, আটক হওয়ার সময় উজ্জ্বলসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উজ্জ্বলের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার। কারাগারে ভর্তি হওয়ার আধঘণ্টার মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত পৌনে ১১টায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে চারজনকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ যৌথবাহিনী আটক করে। পরদিন সকালে তাদের পুলিশের হেফাজ্যে নেয়া হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি বলেন, আটক ব্যক্তিদের শরীরে কোনো কাটা-ছেঁড়া দেখা যায়নি এবং ডাক্তারদেরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা জানাননি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে