ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অংশগ্রহণ বাড়াতে পোস্টাল ভোটের নিবন্ধন সময় বাড়াল ইসি

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:৪৮:৩৭
অংশগ্রহণ বাড়াতে পোস্টাল ভোটের নিবন্ধন সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিনের গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ আরও প্রসারিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের শেষ তারিখ বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে—যেখানে ইতোমধ্যেই প্রায় দুই লাখ প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, নির্বাচন সামনে রেখে প্রবাসী ভোটারদের এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের ভেতরে থাকা তিন ধরনের ভোটার নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে অবস্থানকারী সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার এরা তফসিল ঘোষণার পর ১৫ দিনের জন্য পোস্টাল ভোটের নিবন্ধন করতে পারবেন।

গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে পরদিন থেকেই বৈশ্বিক অঞ্চলভিত্তিক প্রবাসী নিবন্ধন শুরু হয়। প্রবাসী ও রাজনৈতিক দলগুলোর অনুরোধে পরবর্তীতে নিবন্ধনের সময় ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়।

শনিবার বেলা ১টা পর্যন্ত তথ্য অনুযায়ী, ১ লাখ ৯৫ হাজার প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং ১৯ হাজারের বেশি নারী। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে সৌদি আরব (৩৮ হাজারের বেশি), এরপর যুক্তরাষ্ট্র (১৯ হাজার+), সিঙ্গাপুর (১১ হাজার+), মালয়েশিয়া (১১ হাজার), এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত (১০ হাজার+ নিবন্ধন)।

সালীম আহমাদ খান জানান, অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের অবশ্যই অবস্থানকারী দেশের সঠিক ও পূর্ণ ঠিকানা দিতে হবে। ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের Edit মেন্যু ব্যবহার করে সংশোধন করা যাবে। সঠিক ঠিকানা না থাকলে পোস্টাল ব্যালট পৌঁছানো সম্ভব হবে না।

যেভাবে ভোট দেবেন (ইসির নির্দেশনা সংক্ষেপে)

১. ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।২. লাইভলিনেস ও ফেস রিকগনিশন চেকের সময় মাস্ক–টুপি ছাড়া ছবি তুলতে হবে।৩. ব্যালটে একাধিক প্রতীকে টিক দেওয়া যাবে না।৪. এক দেশে থেকে অন্য দেশের ঠিকানায় রেজিস্ট্রেশন করলে ডিভাইস ব্লক হয়ে যাবে।৫. প্রবাসে রেজিস্ট্রেশন করলে দেশে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।৬. ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।৭. একটি মোবাইল নম্বরে সর্বোচ্চ তিনবার ওটিপি যাবে।৮. এক মোবাইল ডিভাইস থেকে একবারই আবেদন করা যাবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে