ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশীয় চিনিকলকে সচল রাখতে বিদেশি চিনি আমদানি বন্ধ

২০২৫ ডিসেম্বর ০৬ ১৪:৩১:৩৮
দেশীয় চিনিকলকে সচল রাখতে বিদেশি চিনি আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:দেশীয় চিনিকলে মজুত থাকা চিনি বাজারে বিক্রির ওপর গুরুত্ব দিতেই আপাতত বিদেশ থেকে চিনি আমদানি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি ইতোমধ্যে চলমান রয়েছে বলেও তিনি জানান।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, দেশে থাকা পুরোনো ব্রিটিশ আমলের চিনিকলগুলো দিয়ে জাতীয় চাহিদার সামান্য অংশই পূরণ করা সম্ভব। শুধু চিনি উৎপাদন নয়, বরং চিনির পাশাপাশি অতিরিক্ত পণ্য উৎপাদনের সক্ষমতা নিয়ে সরকার ভাবছে।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে দীর্ঘমেয়াদে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগ অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে চলমান উদ্যোগের ফলে বর্তমান সরকার বা পরবর্তী সরকারের সময়ে এ খাতে ভালো খবর আসতে পারে। দেশীয় উদ্যোক্তাদের প্রতি সরকারের আগ্রহ বেশি বলেও জানান তিনি।

উত্তরা গণভবনের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, গণভবনটিকে প্রস্তুত ও ব্যবহারযোগ্য রাখাই তাদের প্রধান দায়িত্ব। নির্দিষ্ট তারিখ না থাকলেও সাধারণত প্রতিটি সরকারের আমলে একাধিক বৈঠক হয়ে থাকে। দীর্ঘদিন অবহেলিত থাকা ভবনটি সংস্কারের মাধ্যমে এখন উপযোগী করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে