ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর

২০২৫ ডিসেম্বর ০৬ ১১:৩৩:২১
বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এমপিওভুক্তির সুখবর এসেছে। দীর্ঘ সময় পর বর্তমান অন্তর্বর্তী সরকার স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, যা যে কোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে কার্যকর করা হবে।

এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদনপত্র যাচাই-বাছাই ও সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্দিষ্টসংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে ২,৭১৬টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল আগের সরকার। ২০২৩ সালের জানুয়ারিতে ২৫৫টি এবং অক্টোবর মাসে আরও ৯১টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়।

সেই সময় রাজনৈতিক প্রভাবের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর কারণে প্রায় ৩,০০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাইরে ছিল। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন ও কিছু ভাতা পান। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এমপিওভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, এবারের নতুন নীতিমালায় কাম্য শিক্ষার্থী, একাডেমিক স্বীকৃতি এবং অন্যান্য সূচকে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোও এমপিওভুক্তির সুযোগ পাচ্ছে।

বেসরকারি কলেজ-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন,“দীর্ঘ সময় পরে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নিচ্ছে। এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা বেতন ছাড়াই পাঠদান করেছেন; এমপিওভুক্তি তাদের জীবনমান উন্নত করবে এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে।”

শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার জানিয়েছেন,“সারা দেশে সাধারণ ও কারিগরি মিলিয়ে ২,৬০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির উপযোগী করা হবে।”

শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,“এমপিওভুক্তি সরকারের প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষকরা আর্থিক সুবিধা পেলে শিক্ষার্থীদের আরও মনোযোগ ও যত্ন সহকারে পাঠদান করবেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে