ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন

২০২৫ ডিসেম্বর ০৪ ২২:২৭:৫৫
লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর কিংবা আগামীকাল শুক্রবার সকাল নাগাদ তাঁকে লন্ডনের পথে নেওয়া হতে পারে।

এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, চিকিৎসার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, মেডিকেল বোর্ডের সুপারিশে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তর করা হবে এবং এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। লন্ডনগামী মেডিকেল টিম ও সহায়ক দলের আনুষ্ঠানিক যাত্রাতালিকাও প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশে পৌঁছালে এই চিকিৎসক দলটির যাত্রাতালিকায় তাঁর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে