ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

২০২৫ ডিসেম্বর ০৪ ১৭:৫৩:২৭
এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি তার নতুন ছবি ‘মালিক’-এর শুটিং করতে গিয়ে দগ্ধ হয়েছেন। ঢাকার বাইরে নির্জন একটি লোকেশনে চলছিল ছবিটির অ্যাকশন দৃশ্যধারণ। পরিকল্পনা ছিল—শুভর শরীরের নিচের দিকে সামান্য আগুনের স্পর্শ থাকবে, যা কেবলমাত্র অভিনয়ের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছিল।

তবে ক্যামেরা চলতে শুরু করতেই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। মুহূর্তেই আগুনের শিখা লাফিয়ে উঠে জড়িয়ে ধরে শুভর পা। তিনি প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু শিখা থামছিল না। ক্রমেই ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা।

ঘটনার পর ইউনিটের সদস্যরা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং আরিফিন শুভ বর্তমানে কেমন আছেন—সেসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে জানতে যোগাযোগ করা হলে ‘মালিক’-এর পরিচালক সাইফ চন্দন কোনো মন্তব্য দিতে চাননি।

উল্লেখ্য, এটি শুভর প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ‘অগ্নি’ (২০১৪) সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আহত হয়েছিলেন তিনি এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরবর্তীতে ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়েও ঘোড়ায় চড়ার দৃশ্যে একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগলে আহত হন এই তারকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে