ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আজকের ভূমিকম্পকে নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা

২০২৫ ডিসেম্বর ০৪ ১১:১৬:২৩
আজকের ভূমিকম্পকে নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে ৪.১ মাত্রার এ কম্পনটি রেকর্ড করা হয়।

গত ২১ নভেম্বর আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর প্রায় দুই সপ্তাহে ঢাকায় কমপক্ষে সাতবার কম্পন অনুভূত হয়েছে—যার অধিকাংশের উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন অঞ্চল।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান—“বড় ভূমিকম্পের পর যেসব মৃদু কম্পন হয়েছে, সেগুলোকে এখন পর্যন্ত আফটারশক হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

ভবিষ্যতে আরও আফটারশক হতে পারে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আপাতত নিশ্চিত তথ্য নেই।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিক ছোট ও মাঝারি মাত্রার কম্পনগুলো বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। বাংলাদেশ একটি সক্রিয় প্লেট সীমান্তে অবস্থান করায় বড় ধরনের কম্পনের সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেশি।

বাংলাদেশে বড় ভূমিকম্পের প্রধান দুটি উৎস

ডাউকি ফল্ট — শিলং মালভূমির পাদদেশ থেকে ময়মনসিংহ–জামালগঞ্জ–সিলেট পর্যন্ত প্রায় ৩৫০ কিমি বিস্তৃত।সিলেট–চট্টগ্রাম–টেকনাফ অঞ্চল — যা ভূতাত্ত্বিকভাবে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত সংযুক্ত বলে ধরা হয়। এই অঞ্চলটিকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে করা হয়।

গবেষিত ১৫টি উচ্চঝুঁকির এলাকা—সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, গাবতলী, উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদী, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও ও বাড্ডা।

ঢাকার ৩২টি এলাকার জরিপে দেখা যায় ➡ দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ➡ উত্তরাঞ্চলের কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, মানিকদী ও গাবতলীও উচ্চঝুঁকিতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে