ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৫০০ বছরের নিস্তব্ধতার পর রাঙ্গামাটিতে ভূমিকম্পের সতর্ক সংকেত

২০২৫ ডিসেম্বর ০৪ ১১:৫৬:৪৫
৫০০ বছরের নিস্তব্ধতার পর রাঙ্গামাটিতে ভূমিকম্পের সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা রাঙ্গামাটি ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, গত ৫০০–১০০০ বছরে এ অঞ্চলে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি, যা ভবিষ্যতে বড় আঘাতের পূর্বাভাস দিচ্ছে।

রাঙ্গামাটি শহরের পাহাড়ী অংশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বহু ভবন পাহাড় কেটে সমান করে নির্মিত হলেও অধিকাংশ ভবন বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ফলে বড় ভূমিকম্পে এসব ভবন এবং মানুষ চরম ঝুঁকিতে থাকবে।

বিশেষজ্ঞদের মতে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার অংশবিশেষ দেশে ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বা জোন-১-এর আওতায়। এই অঞ্চলটি ডাউকি ফল্ট লাইনের কাছাকাছি অবস্থান করছে, যা বড় ভূমিকম্পের সম্ভাব্য উৎস।

২০০৩ সালে বরকল উপজেলায় দুই দফায় ৫.৬ মাত্রার মাঝারি ভূমিকম্প হয়, সরকারি-বেসরকারি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। ২০০৮ সালে ১৩–৩০ জানুয়ারি এক মাসে ১৮ বার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত প্রতিবছর ছোট ও মাঝারি কম্পন রাঙ্গামাটিতে কেঁপে উঠেছে।

২০২১ সালের ২৬ নভেম্বর, ২০২৪ সালের ২ জুন ও ২৯ মে এবং চলতি বছরের ৩১ জুলাই ও ১ ডিসেম্বর রাঙ্গামাটিতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২০২১ সালের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.২, যা স্থানীয় ভবন ও সেতুতে ফাটল সৃষ্টি করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের পরামর্শ:ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে কাজ করতে হবে।সর্বোচ্চ ৭০–৭৫ ফুট (৬ তলা) পর্যন্ত ভবন নির্মাণ করা যাবে; তার বেশি হলে জেলা প্রশাসনের অনুমতি লাগবে।স্থানীয় প্রশাসন ও পৌরসভা সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, "কোনো নির্দিষ্ট সময়ের আগাম পূর্বাভাস নেই; ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়। তবে ক্ষয়-ক্ষতি কমানোর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে।"

উল্লেখ্য, চলতি বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছিল। এতে বিভিন্ন ভবনের ফাটল ধরেছিল এবং অন্তত ১০ জন প্রাণ হারিয়েছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে