ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে আবার বিয়ে—খোলাসা করলেন সাবিকুন নাহার নিজেই

২০২৫ ডিসেম্বর ০৩ ১৭:৪২:৪৮
যে কারণে আবার বিয়ে—খোলাসা করলেন সাবিকুন নাহার নিজেই

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের মাত্র এক মাস পরেই তারা পুনরায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন নাহার নিজেই।

পরে নিজের অনুভূতি জানাতে সাবিকুন নাহার একটি আবেগঘন ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—“আলহামদুলিল্লাহ! দুনিয়াটা ক্ষণস্থায়ী—পুরোদস্তুর ধোঁকা। পরকালের সাফল্যই সব। প্রতিদিন আয়িশা তার বাবাকে খোঁজে—‘বাবা যাবো’, ‘বাবা গাড়ি’, ‘বাবা কই?’—এই শব্দগুলোর ওজন মাপার মতো কোনো পরিমাপক এই মহাবিশ্বে নেই। উসমানও তার মাকে পাচ্ছে না। হয়তো তাকদিরই এমন ছিল।”

তিনি আরও লিখেন—“তোমাকে ফিরে পেয়ে কতটা খুশি, তা বলার ভাষা নেই। আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে আবার ফিরে পেয়েছি। জানি তোমাকে কষ্ট দিয়েছি। তবে জীবনের বিনিময়ে হলেও রবের সন্তুষ্টির জন্য তোমার পাশে নিজেকে প্রমাণ করব। আল্লাহ চাইলে খুব শিগগিরই সব অযাচিত বিষয় পরিষ্কার হয়ে যাবে।”

তার পোস্টে তিনি আবু ত্বহাকে উদ্দেশ করে আরও উল্লেখ করেন—“তুমি আজন্ম আমার চাঁদ ছিলে। আমি তোমার জন্য যায়েদ (রা.) হতে পারিনি—তবে চেষ্টা করব। আল-ওয়াদুদ তোমাকে রোজ হাশরে খুশি করুক।”

পোস্টের শেষাংশে সাবিকুন নাহার লেখেন—“তিনি সেই রব, যিনি মৃত থেকে জীবিত করেন, ধ্বংস থেকেও নতুন সৃষ্টি করেন, হতাশার পরও রহমত দিয়ে ঢেকে দেন। আমরা সবার দোয়ার মুহতাজ।”

আবু ত্বহা ও সাবিকুন নাহারের বিচ্ছেদ ও পুনর্মিলন—উভয় ঘটনাই গত কয়েক বছরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের পুনরায় বিবাহের খবরও ইতিমধ্যে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে