ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার ৫২৭ থানার ওসি পদায়ন

২০২৫ ডিসেম্বর ০২ ১৬:০৭:০৫
এবার ৫২৭ থানার ওসি পদায়ন

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫২৭টি থানার নতুন ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদায়ন করা হয়েছে লটারির মাধ্যমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ বড় ধরনের রদবদল করা হলো। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

লটারি আয়োজনের আগে প্রতিটি ইউনিট প্রধানের কাছ থেকে সৎ, নিরপেক্ষ ওসি পদে উপযুক্ত পরিদর্শকদের তালিকা নেওয়া হয়। সেই তালিকা অনুযায়ীই ৫২৭ থানায় ওসি পদায়ন চূড়ান্ত করা হয়।মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এবার লটারির মাধ্যমে পদায়ন হয়নি—সেসব থানায় কমিশনাররা অভ্যন্তরীণভাবে পদায়ন করবেন।

কোন রেঞ্জে কত ওসি বদলি হলো

ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানা

চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানা

খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানা

ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলায় ৩৬ থানা

বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ থানা

সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানা

রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানা

রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানা

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ের ৫২৭টি থানার জন্যই লটারি করা হয়েছে। বাকি ১১০টি মেট্রোপলিটন থানায় আলাদা প্রক্রিয়ায় পদায়ন হবে।

গত ২৬ নভেম্বর ৬৪ জেলার পুলিশ সুপারদেরও (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার থানার ওসিদের পদায়ন সম্পন্ন হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে