ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগারে সাবেক এমপি তুহিনের নতুন সিদ্ধান্ত!

২০২৫ ডিসেম্বর ০২ ১৮:০২:২৫
কারাগারে সাবেক এমপি তুহিনের নতুন সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। আসন্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সামনে হওয়ায় কারাগারে বসে পড়াশোনার সুবিধার জন্য বই সরবরাহের আবেদন করেন তিনি। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আবেদনটি করেন। আইনজীবী জানান, “এর আগে কারাগারে বই পাঠানোর আবেদন করা হলেও অনুমোদন মেলেনি। আজ আদালত অনুমতি দিয়েছেন।”

গ্রেপ্তার ও মামলার তথ্য

গত ২৩ জুন ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে সাবিনা তুহিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবিরোধী আইনের মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

তুহিনের রাজনৈতিক প্রেক্ষাপট

২০১৪ সালে সংরক্ষিত নারী আসন–৩৫ থেকে এমপি হন যুব মহিলা লীগের এই নেত্রী।২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় মনোনয়ন না পাওয়ায় ঢাকা–১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। চলতি বছরের ২৩ জুন গ্রেপ্তার হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে