ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট দেখুন ডিজাইন

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:২৭:৫২
বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট দেখুন ডিজাইন

নিজস্ব প্রতিবেদক : নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে ছাড়া হচ্ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য শাখায়ও সরবরাহ করা হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে একই সিরিজের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট প্রচলনে এসেছে। এবার গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ৫০০ টাকার নোট যুক্ত হচ্ছে বাজারে।

নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি এবং রঙে সবুজের আধিক্য রয়েছে।সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলা।

পেছনে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি।জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘৫০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নোটটিতে যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি আধুনিক নিরাপত্তা সুবিধা—ডান পাশে থাকা মুদ্রিত ‘৫০০’ নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।লাল–স্বর্ণালী পেঁচানো নিরাপত্তা সুতা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে পাঁচটি উঁচু বৃত্ত, ইন্টাগ্লিও কালি ব্যবহারের কারণে কিছু অংশ স্পর্শে উঁচু অনুভূত হয়।ইউভি আলোয় শাপলা ও রঙিন ফাইবার জ্বলে ওঠে।আলোয় ধরলে ‘৫০০’ সংখ্যা স্পষ্টভাবে দেখা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালু হলেও পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার স্পেসিমেন নোট ছাপা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে