ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই দিনের পতন কাটিয়ে পুনরুদ্ধারে শেয়ারবাজার

২০২৫ ডিসেম্বর ০২ ১৫:০৮:০৩
দুই দিনের পতন কাটিয়ে পুনরুদ্ধারে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : টানা দুই কার্যদিবসের পতনের পর অবশেষে সোমবার (০২ ডিসেম্বর) ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের বাকি দুই দিন এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ওপরে অবস্থান নিতে পারে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ টাকার অংকেও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাজারে এই পুনরুত্থানের পর বিনিয়োগকারীদের মধ্যেও ফের এসেছে খানিকটা আশাবাদ ও চাঞ্চল্য।

বাজার-সম্পৃক্তদের মতে, নিয়ন্ত্রক সংস্থা যদি বর্তমান পরিস্থিতিতে মনিটরিং আরও জোরদার করে, তবে বাজারে নতুন করে বড় ধরনের পতনের আশঙ্কা কমে যাবে। তাদের মতে, বাজার স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এখন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নয়, বরং বাজারবান্ধব ইতিবাচক নীতি গ্রহণ করা জরুরি। পাশাপাশি তারা বিনিয়োগকারীদেরও গুজব এড়িয়ে যাচাই-বাছাই করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়—মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.১৯ পয়েন্ট বেড়ে ৪,৯৫০.৯১ পয়েন্টে উন্নীত হয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,০৩৯.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৯০৬.২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৫টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৯০ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকার, যা আগের দিনের ৩ কোটি ২৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৮টির কমেছে, এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।

তবে সূচকের ক্ষেত্রে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.৯২ পয়েন্ট কমে ১৩,৮৫২.৭৩ পয়েন্টে নামে। আগের দিন সূচকটি কমেছিল ১২৩.৬৫ পয়েন্ট।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে