ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’—তাদের নিরাপত্তায় যা যা করা হয়!

২০২৫ ডিসেম্বর ০২ ১০:০২:৪৭
সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’—তাদের নিরাপত্তায় যা যা করা হয়!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Very Important Person–VVIP) হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা এবং নীতিনির্ধারণী বা প্রশাসনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের সরকার স্বয়ংক্রিয়ভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP) হিসেবে গণ্য করে। এদের মধ্যে রয়েছেন—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমমর্যাদার অন্যান্য ব্যক্তি

এ ছাড়া সরকার চাইলে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে অন্য যেকোনো ব্যক্তিকেও VVIP ঘোষণা করতে পারে।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২ ধারায় বলা হয়েছে:সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং অনুরূপ অন্য ব্যক্তিও ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’-র আওতায় পড়বেন।

বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রধান উপদেষ্টার কার্যালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করে কারা VVIP হিসেবে বিবেচিত হবেন।যেসব ব্যক্তি পদাধিকারবলে স্বয়ংক্রিয়ভাবে এই মর্যাদা পান, তাদের জন্য আলাদা প্রজ্ঞাপনের প্রয়োজন হয় না।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী—এসএসএফ VVIP ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ছাড়াও যে কোনো VVIP বাংলাদেশে অবস্থান করলে তাকে দৈহিক নিরাপত্তা প্রদান করা হয়।

নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও আদান–প্রদানের দায়িত্বও এসএসএফের।প্রয়োজন অনুসারে এসএসএফ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে।

VVIP–এর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে—কোনো ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে।এই ক্ষমতা দেশের সকল এলাকায় প্রযোজ্য।

জরুরি বা গুরুতর পরিস্থিতিতে প্রয়োজনে গুলি ছোড়া বা প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতাও আইনে উল্লেখ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে