ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

শূন্য থেকে শক্তি সৃষ্টি : বিজ্ঞানের নামে প্রতারণা

২০২৫ নভেম্বর ২১ ১২:০৯:৪৯
শূন্য থেকে শক্তি সৃষ্টি : বিজ্ঞানের নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক : সূর্য, মহাকাশের গ্যালাক্সি, মানুষের চোখের রেটিনা ও একটি জ্বলন্ত বাল্বের প্রতীকী দৃশ্য আমাদের স্মরণ করিয়ে দেয়—শক্তিই এই মহাবিশ্বের চালিকাশক্তি। প্রাচীনকাল থেকেই মানুষ স্বপ্ন দেখেছে এমন একটি যন্ত্রের, যা কোনো শক্তি ব্যয় ছাড়াই চিরদিন চলবে। এই অসাধারণ কল্পনাই পরিচিত পারপেচুয়াল মোশন মেশিন বা চিরস্থায়ী গতি যন্ত্র নামে।

ইতিহাসে দেখা যায়, ১১৫৯ খ্রিস্টাব্দে ভারতীয় গণিতবিদ ভাস্করাচার্য এমন এক যন্ত্রের কল্পনা করেছিলেন, যেখানে তরল পদার্থের সাহায্যে একটি চাকা ভারসাম্য না হারিয়ে নিজেই ঘুরতে থাকবে। যদিও এটি মানব মস্তিষ্কের এক অনন্য কল্পনা ছিল, বিজ্ঞান প্রমাণ করেছে—এ ধরনের যন্ত্র বাস্তবে তৈরি করা অসম্ভব।

বিষয়ের মূলে রয়েছে তাপগতিবিদ্যার মৌলিক সূত্রগুলো। প্রথম সূত্র অনুযায়ী, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না; শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো যন্ত্র নিজের ভেতর থেকেই অতিরিক্ত শক্তি তৈরি করতে পারে না। দ্বিতীয় সূত্র বলে, যেকোনো বাস্তব প্রক্রিয়ায় শক্তির একটি অংশ অবশ্যম্ভাবীভাবে নষ্ট হয়—ঘর্ষণ, তাপ বা বায়ুরোধের কারণে। তাই কোনো যন্ত্রই ১০০ শতাংশ দক্ষতায় কাজ করতে পারে না।

দীর্ঘ ইতিহাস জুড়ে মানুষ অসংখ্যবার পারপেচুয়াল মোশন মেশিন তৈরির চেষ্টা করেছে। নকশা করা হয়েছে নানা ধরনের ওভারব্যালেন্সড চাকা, যা কাগজে-কলমে চিরস্থায়ী মনে হলেও বাস্তবে একটিও কাজ করেনি। কারণ সাধারণ নিয়ম একটাই—শক্তির ক্ষয় অবশ্যম্ভাবী।

এই ব্যর্থতার মূল কারণ হলো ঘর্ষণ, বায়ুরোধ এবং শক্তির অন্যান্য অপচয়। যন্ত্র যত নিখুঁতই হোক, প্রকৃতি কখনোই শক্তিকে পুরোপুরি কাজে রূপান্তরের অনুমতি দেয় না। তবে আধুনিক বিজ্ঞানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শক্তির ক্ষয় প্রায় শূন্যের কাছাকাছি। উদাহরণ হিসেবে সুপার কন্ডাক্টরের কথা বলা যায়, যা খুব নিম্ন তাপমাত্রায় রোধহীনভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আবার ভূ-স্থির কক্ষপথে থাকা স্যাটেলাইট প্রায় শূন্য বায়ুরোধের কারণে খুব কম শক্তি ক্ষয় করে দীর্ঘসময় অবস্থান করতে পারে। তবুও সেগুলোও সম্পূর্ণ শক্তিক্ষয়-মুক্ত নয়।

সব মিলিয়ে বিজ্ঞান স্পষ্টভাবে জানায়—শক্তির নিত্যতা সূত্র ও তাপগতিবিদ্যার নিয়ম অমান্য করে কোনো চিরস্থায়ী গতি যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। প্রতিটি প্রক্রিয়াতেই কিছু শক্তি পরিবেশে হারিয়ে যায়, তাই পারপেচুয়াল মোশন মেশিন চিরকালই কল্পনার জায়গায় রয়ে যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে