ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

৩ ধরনের ফোন বিক্রি একেবারে নিষিদ্ধ

২০২৫ নভেম্বর ২০ ১৫:৩৩:৫৪
৩ ধরনের ফোন বিক্রি একেবারে নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : সরকার ক্লোন করা, অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, অবৈধ ফোন ব্যবহার ও আমদানির সঙ্গে সিমের ভুল রেজিস্ট্রেশন, এমএলএম প্রতারণা, জুয়ার লিংক পাঠানো, অবৈধ মোবাইল ফাইন্যান্সিং, অনলাইন জুয়া ও স্ক্যামিং, পেটেন্ট ও রয়্যালটি ফাঁকি, কর ও শুল্ক ফাঁকি, সীমান্ত চোরাচালানসহ বহু ধরনের অপরাধ জড়িত।

তিনি বলেন, এসব কারণে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং খাত, বিএফআইইউ ও এনবিআর এই বিষয়ে সরকারকে দীর্ঘদিন ধরে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অবৈধভাবে আনা ফোনের বিপক্ষে সরকার কঠোর হবে। বৈধ ব্যবসায়ী ও দেশীয় উৎপাদকদের সুযোগ রক্ষা করতেই এই উদ্যোগ। তিনি অভিযোগ করেন, একটি আইএমইআই নম্বর ব্যবহার করে দেশে লাখ লাখ ফোন ঢোকানো হচ্ছে—যা এনআইইআর বন্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, বিটিআরসিতে বৈঠক চলছে এবং আমদানি শুল্ক কমানোর বিষয়ে এনবিআরকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। দেশীয় উৎপাদকদেরও বৈধ ফোনের দাম কমানোর অনুরোধ করা হয়েছে।

ফয়েজ আহমদ আরও বলেন, বিদেশ থেকে আনা ফোন নিয়ম মেনে রেজিস্ট্রেশন করলে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বরের আগে সক্রিয় সব ফোন স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে গণ্য হবে। তবে দুইটির বেশি ফোন আনলে এনবিআরের পুরনো নিয়ম অনুযায়ী বাড়তি ফি দিতে হবে।

সিম অবশ্যই নিজের নামে রেজিস্ট্রেশন রাখা উচিত বলে তিনি পরামর্শ দেন।

শেষে তিনি বলেন, “আমরা ক্লোন করা, অবৈধ ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে