ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশকে নিয়ে ভারতের অভিযোগ

২০২৫ নভেম্বর ২০ ১৫:৪১:১১
বাংলাদেশকে নিয়ে ভারতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ–২০২৫ শেষে দেশে ফিরে ভারতীয় আর্চারদের করা কিছু অভিযোগ নিয়ে ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ)। এক বিবৃতিতে ফেডারেশন অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, টুর্নামেন্ট চলাকালে ভারতীয় দলকে নিম্নমানের হোটেলে রাখা হয়েছিল এবং পর্যাপ্ত পরিবহন সুবিধা দেওয়া হয়নি। বিএএফ জানায়, ভারতসহ ২৯টি দেশের সব আর্চারের জন্য পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং চার তারকা হোটেল হলিডে ইন–এ থাকার ব্যবস্থা করা হয়েছিল। খাবার, পরিবহনসহ আন্তর্জাতিক মানের সব সুবিধা নিশ্চিত করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ভারতীয় দলের ফিরতি যাত্রার দিন ১৫ নভেম্বর তাদের নির্ধারিত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-238 রাত ৯টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা ছিল। নিয়ম অনুযায়ী আয়োজক কমিটি দলটিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেয়। পরে দায়িত্ব পড়ে সংশ্লিষ্ট এয়ারলাইনের ওপর।

ফেডারেশন জানায়, ইমিগ্রেশনের পর এয়ার ইন্ডিয়া নিজ সিদ্ধান্তে ফ্লাইট বাতিল করে এবং নিয়ম অনুযায়ী দলের জন্য আবাসন ও পরিবহনের ব্যবস্থা করে। ফলে ফিরতি যাত্রায় সৃষ্ট ভোগান্তির জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে দায়ী করা অনুচিত।

বিএএফের দাবি, ভারতীয় দলকে নিম্নমানের আবাসন বা সেবা দেওয়া হয়েছিল—এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। সব দলকেই সমান মর্যাদা ও সর্বোচ্চ আতিথেয়তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এ বছর রেকর্ডসংখ্যক ২৯টি দেশ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। আন্তর্জাতিক মান বজায় রেখে আয়োজিত টুর্নামেন্টে বিদেশি দলগুলোর সন্তুষ্টি ও প্রশংসাও ছিল উল্লেখযোগ্য বলে জানিয়েছে ফেডারেশন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে