ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

ড. ইউনূস-আশিক ছাড়া কেউ জানে না দুই বন্দরের রহস্যময় চুক্তি

২০২৫ নভেম্বর ২০ ০৮:৫৩:২৮
ড. ইউনূস-আশিক ছাড়া কেউ জানে না দুই বন্দরের রহস্যময় চুক্তি

নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, এই চুক্তির শর্তাবলী ড. ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া কেউ জানে কি না তা সন্দেহ, এবং দীর্ঘমেয়াদি চুক্তি করার ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা ও আইনগত অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

মাসুদ কামাল বলেন, চলতি সরকার নির্বাচিত নয় এবং এমন একটি অনির্বাচিত সরকারের পক্ষ থেকে ৩০ বছরের চুক্তি দেওয়া যৌক্তিক কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসকে ৩০ বছরের জন্য দেওয়া হয়েছে। একইভাবে, পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডভিত্তিক মেডলগকে ২২ বছরের জন্য সপর্দ করা হয়েছে। তিনি মন্তব্য করেন, “এই চুক্তি লাভজনক কি না, তার কোনো প্রমাণ নেই, এবং বাংলাদেশের কোনো এক্সপার্ট বা সংশ্লিষ্ট পক্ষ এর বিষয়ে আলোচনা করেনি। টার্মিনাল বিষয়গুলো যারা ভালো বোঝেন, তাদের সঙ্গে কোনো পরামর্শ হয়নি।”

তিনি আরও বলেন, এ ধরনের দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে জনসাধারণ এবং রাজনৈতিক মহলে পর্যাপ্ত তথ্য পৌঁছেছে কি না তাও স্পষ্ট নয়। বিশেষ করে, কী শর্তে চুক্তি করা হয়েছে তা ড. ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া কেউ জানে কি না তা সন্দেহ, যা সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেল “কথা”তে বলেন, সরকারের এমন পদক্ষেপ জনগণের নজর এড়িয়ে করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে ক্ষমতা থাকা সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়া সমালোচনার বিষয়। পাশাপাশি, তিনি আগের সরকারের ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উদাহরণ টেনে বলেন, “কিছু কিছু গোপনীয়তা সবসময় ছিল, কিন্তু এই চুক্তিগুলোর বিষয়ে প্রকাশিত তথ্য এবং আলোচনা নেই।”

সংক্ষেপে, মাসুদ কামালের বক্তব্য থেকে বোঝা যায়, বাংলাদেশের দুই প্রধান বন্দর লালদিয়া ও পানগাঁওকে বিদেশি প্রতিষ্ঠানকে সপর্দ করার ক্ষেত্রে স্বচ্ছতা, আইনগত অধিকার এবং লাভজনকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে