ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

মিডিয়া, বিচার বিভাগ, সংসদ—কঠোর সমালোচনায় ফখরুল

২০২৫ নভেম্বর ১৯ ১৮:৩২:৪৪
মিডিয়া, বিচার বিভাগ, সংসদ—কঠোর সমালোচনায় ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে। দেশজুড়ে তৈরি হওয়া মবক্রেসির আবহকে তিনি ‘পরিকল্পিত বিভ্রান্তির চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন এবং মন্তব্য করেন, আমরা দুর্ভাগ্যক্রমে অন্যের মত সহ্য করতে শিখিনি।

ফখরুল বলেন, “গণতন্ত্রের মূল কথা হচ্ছে, আপনাকে অন্যের মত সহ্য করতে হবে। আমি কথা বলব, আপনার কথা সহ্য করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব—এগুলো গণতন্ত্র নয়। কেউ কাউকে মারধর বা ধ্বংস করার আহ্বান দিলে সেটি গণতন্ত্র হিসেবে ধরা যাবে না।”

তিনি বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গুলশানের লেকশোরে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন। আলোচনা সভার আগে গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

ফখরুল আরও বলেন, “ডেমোক্রেসির অর্থ হলো, আমি তোমার সঙ্গে একমত না-ও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতা আমি রক্ষা করব। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই।” তিনি বলেন, বাংলাদেশের টেকসই ব্যবস্থা গড়তে হলে গণতন্ত্রকে সঠিকভাবে প্রতিপালন করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, কোন দল জিতল বা হারল তা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো—গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী কিনা, বিচার ব্যবস্থা স্বাধীন কিনা, মিডিয়া স্বাধীন কিনা, সংসদ কার্যকর কিনা, আইন শাসন এবং সুশাসন কায়েম আছে কিনা, মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে কিনা। এই বিষয়গুলোর উপর দৃষ্টি দিয়ে দেশের ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে