ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে মুখ খুললেন গণশিক্ষা উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১৯ ০৯:৩১:৫৫
সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে মুখ খুললেন গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের জন্য নীতিগত সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা স্থগিত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সরকার আরও বড় পরিসরে নিয়োগ দিতে চায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সঙ্গীতের মতো বৃহৎ বিষয়কে ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় কম হওয়ায় বিষয়টি পরবর্তী সরকার বিবেচনা করবে।”

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ডিপ্লোমা ইন প্রাইমারি (ডিপিএড) প্রোগ্রাম চালু করা হচ্ছে। নির্ধারিত যোগ্যতা থাকলে যে কোনো নাগরিক ১০ মাসে দুই সেমিস্টারের এই কোর্সে আবেদন করতে পারবে।

এদিকে, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে একজন শিক্ষকের মৃত্যুর ঘটনা সাউন্ড গ্রেনেডের কারণে নয়, বরং ক্রনিক রোগে ঘটেছে। নিহত শিক্ষকের পরিবারকে মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে সন্তুষ্ট হয়েছে। তবে চারটি সংগঠন অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে শিক্ষকদের ভোগান্তিতে ফেলেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে