ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

সাবেক আইজিপি মামুন যেভাবে রাজসাক্ষী হন

২০২৫ নভেম্বর ১৮ ১২:০৭:২৫
সাবেক আইজিপি মামুন যেভাবে রাজসাক্ষী হন

নিজস্ব প্রতিবেদক : গত ১০ জুলাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত প্রথম মামলার শুনানি শুরু হয়। মামলায় সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দিতে আসে। তিনি নিজের অপরাধ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলার তদন্ত শুরু হয় ২০২৪ সালের ১৪ আগস্ট এবং ২৯ অক্টোবর পর্যন্ত শেষ হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সুপিরিয়র কমান্ডার হিসেবে বিভিন্ন মানবতাবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন।

২০২৫ সালের ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই বছরের ১ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় অভিযুক্তদের হাজির না হলে ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে। এরপর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে মামলার কার্যক্রম এগোতে থাকে।

শুনানির সময় চিফ প্রসিকিউটর জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সময়কাল ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। অভিযোগের মধ্যে রয়েছে উসকানি, হত্যার পরিকল্পনা এবং অন্যদের সহায়তা।

সাক্ষ্যগ্রহণ ৩ আগস্ট শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়। ১২ অক্টোবর থেকে যুক্তি-তর্ক শুরু হয় এবং ২৩ অক্টোবর শেষ হয়। ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর রায়ের দিন ঠিক করে।

রায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়, কারণ তিনি আদালতের সহযোগিতা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে