ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার বক্তব্য প্রচার করলেই অপরাধ ব্যাখ্যা দিলেন ফয়েজ তৈয়্যব

২০২৫ নভেম্বর ১৮ ১০:৫৭:৫৯
হাসিনার বক্তব্য প্রচার করলেই অপরাধ ব্যাখ্যা দিলেন ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য বা বিবৃতি প্রচার করা নিজে থেকেই অপরাধ নয়। তবে সেই বক্তব্যে যদি সহিংসতা উসকে দেওয়ার মতো হেইট স্পিচ থাকে, অথবা সহিংসতা সৃষ্টি বা আহ্বানের উদ্দেশ্য থাকে—তাহলে তা অপরাধের আওতায় পড়ে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফয়েজ তৈয়্যব লিখেছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী হেইট স্পিচকে বাকস্বাধীনতার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে—হেইট স্পিচ যা সরাসরি সহিংসতা উসকে দেয়, অথবা সহিংসতা ঘটানোর আহ্বান জানায়—এই দুই ধরনের বক্তব্য আইন অনুযায়ী অপরাধ।

তিনি বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার অপরাধ নয়; অপরাধ তখনই হবে যখন সেই বক্তব্যে সহিংসতার আহ্বান বা সহিংসতা তৈরির বার্তা থাকবে।

ফয়েজ তৈয়্যব জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের সময় মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনা হয়েছিল। তারা একমত ছিলেন যে কেবলমাত্র সেই হেইট স্পিচই অপরাধ হবে যা—সহিংসতা উসকে দেয়, অথবা সহিংসতা ঘটানোর জন্য আহ্বান জানায়।

ফয়েজ তৈয়্যব আরও লিখেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে তিনি “ওপেন কল ফর ভায়োলেন্স” এবং “ন্যাশনওয়াইড ভায়োলেন্স তৈরির আহ্বান” দেখতে পেয়েছেন। তার মতে, এ ধরনের বক্তব্য ডিজিটাল মাধ্যমে প্রচার করাও আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ কারণে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বিষয়টি নিয়ে একটি সচেতনতামূলক প্রজ্ঞাপন ও সতর্কতা জারি করেছে।

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল।

রায় দেন বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা আন্দোলনকারী, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে