ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার নিরাপত্তার গ্যারান্টি দিল ভারত, জয় জানালেন সর্বশেষ খবর

২০২৫ নভেম্বর ১৮ ১১:৪৩:২০
হাসিনার নিরাপত্তার গ্যারান্টি দিল ভারত, জয় জানালেন সর্বশেষ খবর

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মা-হত্যার রায়ের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি জানান, তার মা বর্তমানে ভারতের নিরাপত্তায় রয়েছেন এবং কোনো ঝুঁকিতে নেই।

সজীব ওয়াজেদ বলেন, “আমরা আগেই জানি রায় কী হবে। হয়তো তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং মৃত্যুদণ্ডও দিতে পারে। কিন্তু আমার মায়ের জন্য আমাদের ভয় নেই, কারণ তিনি ভারতে নিরাপদে আছেন। ভারত তার পুরো নিরাপত্তা নিশ্চিত করেছে।”

২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন-পীড়নে শেখ হাসিনার ভূমিকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি মামলা চলমান। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ জন নিহত এবং আরও হাজারো মানুষ আহত হন। অধিকাংশ নিহত শিক্ষার্থী পুলিশের গুলিতে মারা গেছেন।

সাজানো সংবাদে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতের দিকে চলে যান এবং বর্তমানে দিল্লিতে নির্বাসনে রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে