ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

নিহত ৪২ যাত্রীর মধ্যে ১৮ জনই একই পরিবারের!

২০২৫ নভেম্বর ১৮ ১১:৩১:২৪
নিহত ৪২ যাত্রীর মধ্যে ১৮ জনই একই পরিবারের!

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ শিশুসহ ১৮ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাতে মক্কা থেকে মদিনার পথে মুফরিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন, যার ফলে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের যাত্রীরা মূলত ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে আসা ওমরাহযাত্রী। হায়দরাবাদ ভিত্তিক পরিবারটির সদস্যরা শনিবার দেশে ফেরার কথা ছিল বলে তাদের আত্মীয়রা এনডিটিভিকে জানিয়েছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছেন। তবে নিহতের সংখ্যা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে