ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বিএনপি

২০২৫ নভেম্বর ১৮ ১১:৩৮:২৫
হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে বিএনপি আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য রাজনৈতিক নেতা, নাগরিক এবং ছাত্র-জনতা নির্যাতন, হত্যা ও অন্যায়ের শিকার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক সহযোগিতার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিএনপি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলে, অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবিও তারা জানাচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে গুম-খুন এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে নিহত শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার-পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে