ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

আল্লাহর নামে শপথ করে রায় ঘোষণার আগে যা বলেছিলেন সাঈদী

২০২৫ নভেম্বর ১৮ ১০:১৪:১৪
আল্লাহর নামে শপথ করে রায় ঘোষণার আগে যা বলেছিলেন সাঈদী

নিজস্ব প্রতিবেদক : ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার ঠিক আগে আদালতে আবেগঘন বক্তব্য দেন তিনি।

আদালতের উদ্দেশে সাঈদী বলেন, ‘আল্লাহর নামে শপথ করে বলছি, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দীনের রচিত দেলোয়ার শিকদার আমি নই। আমার বিরুদ্ধে আনা ২০টি জঘন্য অভিযোগের একটিও সত্য নয়।’

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। তার দাবি, ‘যদি কারও অন্তরে আল্লাহর ভয় থাকে, তবে কোনো মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার করতে পারে না।’

নিজের বক্তব্যে সাঈদী আরও বলেন, ‘আজকের বিচার দুটি পর্বে শেষ হবে—একটি দুনিয়ার আদালতে, অন্যটি আখেরাতে। আল্লাহ যদি চান, এই আদালতেই আমার ওপর করা জুলুমের বিচার হবে।’

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আজ অসহায় এক নির্দোষ আসামি। আপনারা যদি রাগ-অনুরাগ বা চাপের বাইরে উঠে সত্য বিচার করেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন।’

অভিযোগকারীদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় বলেন, ‘আমার বিরুদ্ধে যারা মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করেছে, যদি তাদের হেদায়াত নসিবে না থাকে, তবে আমার ও আমার প্রিয়জনদের চোখের পানি তাদের জন্য অভিশাপ হয়ে নামুক।’ তিনি কোরআনের উদ্ধৃতিও পাঠ করেন এবং আল্লাহর ন্যায়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

মৃত্যু ও দাফন

২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। দুই দফা জানাজা শেষে তাকে তার গড়া প্রতিষ্ঠান ‘মাওলানা সাঈদী ফাউন্ডেশন’-এর বায়তুল হামদ জামে মসজিদের পাশে ছেলের কবরের পাশে দাফন করা হয়।

ব্যক্তিগত পরিচিতি

দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ইউসুফ সাঈদী ছিলেন স্বনামধন্য ইসলামী পণ্ডিত। চার ছেলের মধ্যে তিনি ছিলেন পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। ১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরে দলের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে