ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা 

২০২৫ নভেম্বর ১৯ ০৯:১৫:১৪
দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৩৬৪ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে, ফলে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ ৭ হাজার টাকার নিচে নেমেছে। এর আগে গত শনিবারও ভরিতে প্রায় ৫,৫০০ টাকা কমানো হয়েছিল। বাজুস মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এবং নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমানোর মূল কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতন। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪,০৬০ ডলারে নেমে এসেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,০৬,৯০৮ টাকা, ২১ ক্যারেটের ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১,৬৯,২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪০,৭৬১ টাকা।

দুই দফায় স্বর্ণের দাম ভরিতে মোট ৬,৮০০ টাকা কমানো হলো। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২,৬০১ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে