ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ফারাক্কা, তিস্তা ও সীমান্ত ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ

২০২৫ নভেম্বর ১৫ ১৫:৩২:৫৯
ফারাক্কা, তিস্তা ও সীমান্ত ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোদি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চাপে ফেলেছে এবং বিনিময়ে কিছুই দেয়নি। তিনি বলেন, “পানির হিৎসা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোতে আমাদের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিবেশী দেশ সহযোগিতা করেছিল, তাই এখনও তাদের আরও সহযোগিতা দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মোদি সরকার সব নিয়ে গেছে কিন্তু কিছু দেয়নি।”

শনিবার সকালে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বার্থে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, “দেশের স্বার্থ দেখা আমাদের দায়িত্ব। জনগণকে সঙ্গে নিয়ে প্রেসার তৈরি করে দাবিগুলো আদায় করা আমাদের দায়িত্ব।”

প্রসঙ্গত, বিএনপি শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে গণসমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।

সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। সহযোগিতা করছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে