ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা হারালো ১৬ হাজার ৯৪১ কোটি টাকা

২০২৫ নভেম্বর ১৫ ১১:৩৯:০৩
সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা হারালো ১৬ হাজার ৯৪১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে (০৯-১৩) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১৬ হাজার ৯৪১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১৬ হাজার ৯৪১ কোটি টাকা বা ২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪২২ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৫০ কোটি ৪৭ লাখ টাকার বা ২৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬৫ পয়েন্ট বা ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭০৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬২ পয়েন্ট বা ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭ টির বা ৪.৪৩ শতাংশের, কমেছে ৩৬৩ টির বা ৯৪.৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩ টির বা ০.৭৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩৬ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫৭ পয়েন্ট বা ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৪০১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯ টির দর বেড়েছে, ২৩৬ টির দর কমেছে এবং ৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে