ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

‘মন্ত্রী বদল কিন্তু সাইটে এখনও পুরনো নাম’—যা বলছে মন্ত্রণালয়

২০২৫ নভেম্বর ০৯ ১৭:৩৭:৪৬
‘মন্ত্রী বদল কিন্তু সাইটে এখনও পুরনো নাম’—যা বলছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পরও সরকারি একটি ওয়েবসাইটে এখনও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখা যাচ্ছে সাবেক মন্ত্রী জাহিদ মালেকের নাম ও ছবি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (NILMRC) সরকারি ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, শীর্ষে এখনো “স্বাস্থ্যমন্ত্রী: জাহিদ মালেক” লেখা রয়েছে।

ওয়েবসাইট লিংক: https://nilmrc.portal.gov.bd

বর্তমান সরকারে স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন নুরজাহান বেগম, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য। তবু ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

শুধু স্বাস্থ্যমন্ত্রীর নামই নয়, সাইটে সাবেক স্বাস্থ্য সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের নামও আগের মতোই রয়েছে।

এছাড়া হোমপেজের কভার ছবিতে এখনো দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, যিনি ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশ ত্যাগ করেছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে জাহিদ মালেক দীর্ঘদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, পরে ২০১৪ সালে প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালে পূর্ণাঙ্গ মন্ত্রী হন। ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে