ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনী মাঠে নামছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২০২৫ নভেম্বর ০৯ ১৬:৩১:৫০
নির্বাচনী মাঠে নামছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসিফ বলেন,“নির্বাচন করব— এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত রয়েছে।”

কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,“কোনো দলে যোগ দেব কি না, তা নিয়ে এখনো কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি।”

পদত্যাগের সময়সূচি নিয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ পরিষ্কার করে কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন, ধানমন্ডিতেই স্থায়ীভাবে থাকার ইচ্ছা থেকে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন।

তিনি বলেন,“দুইবার ভোট দিতে পারিনি। এবার ধানমন্ডিতেই থাকব, তাই এখানকার ভোটার হচ্ছি।”

এর আগে তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। একসময় গুঞ্জন উঠেছিল, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হতে পারেন।সাম্প্রতিক এই পদক্ষেপে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী প্রার্থী করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে