ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

অন্তর্বর্তীকালীন সরকারের এক সপ্তাহের আল্টিমেটাম

২০২৫ নভেম্বর ০৩ ১৩:২৩:৪৬
অন্তর্বর্তীকালীন সরকারের এক সপ্তাহের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে গণভোটসহ বিরোধপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। অন্যথায়, সরকার নিজ উদ্যোগে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদবিরোধী, তারা অতীত ১৫ বছরে একসাথে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, আন্দোলন করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দলগুলো নিজ উদ্যোগে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাবে।

নজরুল উল্লেখ করেন, "গতকাল একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান এসেছে, যা আমরা স্বাগত জানাই।"

জুলাইয়ে সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিল, যদিও গণভোটের তারিখ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখায় গণভোট আয়োজনের সুপারিশ করলেও, তারিখ সরকারকে নির্ধারণের জন্য ছেড়ে দিয়েছে।

বিএনপিসহ সমমনা দলগুলো চায় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হোক।

জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো চায় নভেম্বরে, নইলে অন্তত জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক।

এনসিপির গণভোটের তারিখ নিয়ে কোনো বিশেষ পছন্দ নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে