ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

২১ বছরের নিচে কেউ ধূমপান করতে পারবে না

২০২৫ নভেম্বর ০৩ ১০:৫৪:০৩
২১ বছরের নিচে কেউ ধূমপান করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে কোনো ধরনের তামাকজাত পণ্য ক্রয়, বিক্রয় বা ব্যবহার করতে পারবেন না। নতুন আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা আজীবনের জন্য কার্যকর থাকবে।

এর ফলে নিউজিল্যান্ডের পর মালদ্বীপ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকর করল।

মালদ্বীপ সরকার চলতি বছরের মে মাসে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এই বিধান অনুমোদন দেয়, যা শনিবার থেকে কার্যকর হয়েছে।

নতুন আইনে সব ধরনের তামাক বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে ই-সিগারেট ও ভ্যাপ বিক্রি, আমদানি, সংরক্ষণ ও ব্যবহারও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এখন থেকে বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক।২১ বছরের নিচে কেউ তামাক বিক্রি বা সংশ্লিষ্ট ব্যবসায় অংশ নিতে পারবেন না।

মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইনটি জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে এবং “ধূমপানমুক্ত প্রজন্ম” গঠনের পথ সুগম করবে।

স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী, দেশে তামাক ও পরোক্ষ ধূমপান অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এ কারণেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত বছর জাতীয় ধূমপানবিরোধী কর্মসূচি শুরু করেন।এর অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ভ্যাপ ও ই-সিগারেট নিষিদ্ধ করেছে এবং সিগারেটের আমদানি শুল্ক ও কর দ্বিগুণ করেছে।

ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এই সিদ্ধান্তকে “ঐতিহাসিক ও সাহসী” বলে অভিহিত করেছেন।তার ভাষায়, “এটি তরুণ প্রজন্মকে আসক্তি ও রোগের চক্র থেকে রক্ষা করবে এবং আরও সুস্থ ভবিষ্যতের ভিত্তি গড়বে।”

বিশ্বের অনেক দেশ সাম্প্রতিক বছরগুলোতে তামাক ব্যবহার কমাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে।যুক্তরাজ্যও একই ধরনের আইনের প্রস্তাব করছে, যার অধীনে ২০০৯ সালের পর জন্ম নেওয়া কেউ তামাক কিনতে পারবে না।

উল্লেখ্য, নিউজিল্যান্ড ছিল বিশ্বের প্রথম দেশ যারা প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধ করেছিল, তবে ২০২৩ সালের নভেম্বরে সরকার আইনটি বাতিল করে, কালোবাজারের ঝুঁকি দেখিয়ে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে