ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসলামপুরে রূপালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি

২০২৫ অক্টোবর ২৯ ১৮:২৮:৫৮
ইসলামপুরে রূপালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১–২০২৬) বাস্তবায়নের অংশ হিসেবে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছে রূপালী ব্যাংক পিএলসির আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি।

বুধবার দুপুরে সরকারি ইসলামপুর কলেজের সভাকক্ষে ধর্মকুড়া বাজার শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি জামালপুর জোনের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. মনির উদ্দিন ভূঁইয়া। সঞ্চালনা করেন ধর্মকুড়া বাজার শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন খাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোল্ল্যা ভূঁইয়া গোলাম ফারুক, শিক্ষক পরিষদের সম্পাদক নুরে আলম মনির, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. মোরাদুজ্জামান, প্রভাষক আহসান উল্লাহ ও কামরুন নাহার, এবং শিক্ষার্থী আমির হাসান।

অনুষ্ঠানে প্রভাষক আমিনুল সংগীত পরিবেশন করেন। পরে অতিথিদের হাতে সৌজন্য হিসেবে ছাতা উপহার প্রদান করা হয়।কর্মসূচিতে সরকারি ইসলামপুর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে