ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

মেট্রোরেলের প্যাড খুলে পড়ে মৃত্যু, উপদেষ্টার ঘোষণা

২০২৫ অক্টোবর ২৬ ১৫:৫৪:৩৫
মেট্রোরেলের প্যাড খুলে পড়ে মৃত্যু, উপদেষ্টার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হওয়ার ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যকে মেট্রোরেলে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে। এতে নিচে দাঁড়িয়ে থাকা এক পথচারীর মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫)। তার পাসপোর্ট থেকে জানা গেছে, তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামের বাসিন্দা।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী, যাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর প্রতিনিধি ও মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন,“দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। কারও গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এর পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান,“ঘটনাটি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন,“ঘটনার মূল কারণ নির্ধারণে দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।”

এর আগে গত বছরের সেপ্টেম্বরে একইভাবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একটি মেট্রো পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখনও মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়।

দুর্ঘটনার কারণে বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে