ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রতারণা মামলায় গ্রামীণফোনের সিইওসহ ৩ জনের জামিন

২০২৫ অক্টোবর ২৬ ১৫:৪১:৫১
প্রতারণা মামলায় গ্রামীণফোনের সিইওসহ ৩ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে তারা তাদের আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার মক্কেলরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন দিয়েছেন।”

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা চুক্তিভঙ্গ ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রতারণামূলক আচরণ করেছেন।

এর আগে মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তারা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বিচার সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের শীর্ষ টেলিকম অপারেটরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটি আলোচনায় আসতে পারে, কারণ এটি করপোরেট দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে