ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

মেট্রোরেলের অংশ ছিটকে মৃত্যু—পরিচয় মিলল নিহতের

২০২৫ অক্টোবর ২৬ ১৫:৫১:১৭
মেট্রোরেলের অংশ ছিটকে মৃত্যু—পরিচয় মিলল নিহতের

নিজস্ব প্রতিবেদক: ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) ছিটকে পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৪৫)। তার পরিচয় নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।

পুলিশ জানায়, নিহত আবুল কালাম শরিয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ উপরের দিক থেকে একটি ভারী ধাতব অংশ ছিটকে পড়ে এক পথচারীর মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা জানান, মেট্রোরেলের লাইনের নিচে পিলারের সঙ্গে ভারী রাবারের বিয়ারিং প্যাডগুলো স্থাপন করা থাকে, যা কম্পন নিয়ন্ত্রণে সাহায্য করে। ঠিক কীভাবে এটি ছিটকে পড়ে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বরও মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সেদিন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঘটনাস্থলে পুলিশ ও ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম পৌঁছে তদন্ত শুরু করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে