ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ফেসবুকে ‘মৃত’ ঘোষণার পর মুখ খুললেন ধর্ম উপদেষ্টা

২০২৫ অক্টোবর ২৬ ১০:১২:৩৪
ফেসবুকে ‘মৃত’ ঘোষণার পর মুখ খুললেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,“আমি দায়িত্বে থাকার সময় এক টাকাও দুর্নীতি করিনি। সাড়ে আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি। সৌদি আরবে এজেন্সিগুলোর আটকে থাকা ৩৯ কোটি টাকাও দেশে এনে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করেছি।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন,“আমি একেবারে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে দায়িত্ব পালন করছি। বলা হচ্ছে, উপদেষ্টারা সেফ এক্সিট চান — আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই।”

তিনি আরও যোগ করেন, সহকর্মী ফাওজুল কবির খান প্রস্তাব দিয়েছেন যেন উপদেষ্টারা পরবর্তী নির্বাচিত সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী না হতে পারেন।

“আমি মনে করি, এমন অর্ডিন্যান্স হলে সেটি আরও ভালো হবে,” বলেন খালিদ হোসেন।

“যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি আমাকে সম্মান জানিয়ে টেকনোক্র্যাট মন্ত্রী হতে আমন্ত্রণও জানায় — আমি তাতে রাজি হব না,”বলেছেন ধর্ম উপদেষ্টা।

নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন,“আমাদের মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, প্যাগোডা, চার্চ ও শ্মশান মেরামতের কাজে দেওয়া হয়। এটি একটি সেক্যুলার রাষ্ট্র, ইসলামিক স্টেট নয়। শরিয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি, রাষ্ট্রীয়ভাবে নয়।”

তিনি সম্প্রতি চট্টগ্রামে ‘কঠিন চীবরদান’ অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্বও তুলে ধরেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন:“ফেসবুকে লেখা হয়েছে আমি নাকি মারা গেছি! সীমা থাকা উচিত। মানুষ ভাবছে, আমি সত্যিই মারা গেছি। তবে একদিন তো মরতেই হবে।”

শেষে তিনি বলেন,“আমরা ১৫ মাস ধরে আন্তরিকভাবে কাজ করছি। কিন্তু ১৬-১৭ বছরের জট এক-দেড় বছরে পুরোপুরি খোলা সম্ভব নয়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে