ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

অবশেষে বিতর্কিত উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ

২০২৫ অক্টোবর ২৬ ০৮:৩৭:৩৮
অবশেষে বিতর্কিত উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা দিয়েছে। এই উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফোরামে আপত্তি জানাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) নিজের ফেসবুক পোস্টে এই বিতর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন যে, প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এমনকি একটি দলের তালিকায় তার নিজের নামও রয়েছে। ফাওজুল কবির খান তার আত্মপক্ষ সমর্থনে বলেন যে, তিনি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে বা সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নন এবং সবসময় কোনো অনুরাগ-বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি (BNP)-এর পক্ষ থেকে আপত্তি জানানো উপদেষ্টাদের তালিকায় রয়েছেন: ফাওজুল কবির খান (জুলাইনি উপদেষ্টা), শেখ আব্দুর রশিদ (মন্ত্রিপরিষদ সচিব) এবং খোদা বকস চৌধুরী (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী)। বিজিবিএনপির অভিযোগ, এই উপদেষ্টারা সরকারের প্রশাসনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী বাংলাদেশ তিনজন উপদেষ্টার ব্যাপারে সতর্ক করেছে। এই উপদেষ্টারা হলেন: অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জামায়াতের অভিযোগ, এই উপদেষ্টাদের সঙ্গে একটি বৃহৎ দলের সুসম্পর্ক থাকায় আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি তুলেছে। তাদের তালিকায় রয়েছেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

উপদেষ্টাদের নিয়ে এই বিতর্ক এড়াতে ফাওজুল কবির খান একটি প্রস্তাবও করেছেন। তিনি বলেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীরবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিযুক্ত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না। এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে তিনি মনে করেন। তবে শর্ত থাকে যে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না।

এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা উপদেষ্টারা পদত্যাগ করবেন নাকি নিজেদের নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করবেন, সেটাই এখন দেখার বিষয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে